ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

বিগ ব্যাশের ড্রাফটে তিন বাংলাদেশি ক্রিকেটার

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের আসর বিগ ব্যাশে অংশ নিতে প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন তিন বাংলাদেশি তারকা। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, তরুণ পেসার রিপন মন্ডল ও নারী দলের পেসার জাহানারা আলমের সামনে প্রথমবার অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগে খেলার হাতছানি।


ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় এ আসরে এর আগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কেবল সাকিব আল হাসান। এবার তাতে যুক্ত হবার আগ্রহ দেখিয়েছেন তিনজন। যদিও এদের মধ্যে দুজনই টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত মুখ নন।


এই তিনজনের মধ্যে সবচেয়ে বড় নাম বলা চলে পেসার জাহানারা আলম। জাতীয় নারী দলের সাবেক এই অধিনায়ক এর আগেও বেশ কয়েকবার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। বাংলাদেশের জার্সিতেও নিয়মিত মুখ তিনি। জাহানারার দল পাওয়ার সম্ভাবনাও তাই উজ্জ্বলই বলা চলে। 


আল আমিন হোসেন ও শফিউল ইসলামের সঙ্গে আগের আসরের ড্রাফটেও ছিলেন মাত্র দুই টি-টোয়েন্টি খেলা রিপন। কিন্তু কোনও দলই তাদের কারও প্রতি আগ্রহ দেখায়নি।


৯৩ টি-টোয়েন্টিতে ৭৬ উইকেট নেওয়া তাইজুল এখন পর্যন্ত কোনও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি।


একমাত্র বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলেছেন সাকিব আল হাসান। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। পরের মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন আরও ৪টি ম্যাচ। 





























































































সূত্র : বাংলা ইনসাডার


ads

Our Facebook Page